ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে

ফেব্রুয়ারিতে  উপজেলা নির্বাচন হতে যাচ্ছে

বাংলাদেশে ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম ধাপের নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য জানান।


নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, কয়েকটি ধাপে নেওয়া এ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা হতে পারে চলতি (জানুয়ারি) মাসের শেষের দিকে।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান,ইতোমধ্যে ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম ধাপের নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি মাসের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি গতবারের ন্যায় এবারও দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তবে কিছু কিছু উপজেলায় সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় ওইসব উপজেলায় নির্বাচন পরে হবে। তবে এবারও পাঁচটি ধাপে এই নির্বাচন আয়োজন করতে চায় সাংবিধানিক সংস্থাটি।

ইসি জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে কিনা, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার, জেলা পরিষদের সদস্য, পৌরসভার মেয়র-কাউন্সিলরদের পদত্যাগ করতে হবে। এছাড়া অনেক কলেজ সরকারি হয়েছে কিন্তু সেখানে যারা চাকরি করেন, তারা এখনও সরকারি হননি। তাদেরও উপজেলা পরিষদে নির্বাচন করতে হলে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।

প্রথম ধাপে কয়টি উপজেলা নির্বাচন হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কমিশনের সভায়। তবে রমজান মাস শুরুর আগেই প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি। সেই হিসাবে আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষদিকে উপজেলা ইলেকশন শুরু হবার কথা।