সংসদ নির্বাচন ২০২৪ নিয়ে বিভিন্ন বিদেশী পর্যবেক্ষকগণ যা বললেন

পৃথিবীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ থেকে ৭ জানুয়ারি অনুষ্টিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সরজমিনে পর্যবেক্ষণ করতে আসেন পর্যবেক্ষক দল। যেসব দেশ থেকে পর্যবেক্ষকরা এসেছেন সেসব দেশের মধ্যে উল্লেখযোগ হচ্ছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা,জার্মানি ও আয়ারল্যান্ড,গাম্বিয়া প্রভৃতি। এছাড়াও এসেছেন ওআইসি‘র প্রতিনিধি।
বাংলাদেশের নির্বাচন নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াসহ সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের সমন্বিত পর্যবেক্ষক দল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন পর্যবেক্ষক দল। রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ পরিদর্শন শেষে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে একথা জানায় পর্যবেক্ষক দলটি।
সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটস বলেন, আমি যেটি দেখেছি সেটি হচ্ছে— নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। বাংলাদেশে ভোটগ্রহণের সময় বিশ্বে সবচেয়ে কম।বিশ্বের অন্য কোনো দেশে আট ঘণ্টা ভোট হয় না বলে তিনি জানান। তিনি বলেন, আমি অবশ্যই বলতে চাই, আমার দেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়ার মতো অনুসন্ধানী ও সৎ নয়। এখানকার গণমাধ্যম যেটি বাস্তবে হয় সেটির বিষয়ে তারা রিপোর্ট করে।
আরেকজন মার্কিন পর্যবেক্ষক আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিস- এর প্রধান নির্বাহী আলেক্সান্ডার বি গ্রে বলেন, আমি নিজের চোখে যা দেখেছি সেটি হচ্ছে— অবাধ ও সুষ্ঠু নির্বাচন। দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করা হয়েছে। ভোটাররা উৎসাহের সঙ্গে কেন্দ্রে গিয়েছেন। তিনি বলেন, আমি এবং আমার সঙ্গী প্রক্রিয়াটি দেখেছি। আমরা প্রায় ১০টি সেন্টার ঘুরে দেখেছি। আমরা সন্তুষ্ট যে, নির্বাচন অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে পরিচালনা করা হয়েছে।
কানাডা থেকে আসা পর্যবেক্ষক তানিয়া ফস্টার রবিবার সকালে ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, আমরা এখন পর্যন্ত ৫টি কেন্দ্র ঘুরে দেখেছি। এখানকার পোলিং এজেন্ট থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার সবাই নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছেন। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। বাংলাদেশের একাদশ নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।ভারত থেকে আসা আরেক পর্যবেক্ষক গৌতম ঘোষ বলেছেন, অসাধারণ উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে সবকিছু শান্তিপূর্ণ মনে হচ্ছে।
রাশিয়া থেকে আসা পর্যবেক্ষকদল বলেন, ‘ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ শেষে আমরা পর্যবেক্ষকরা এ বিষয়ে সার্বিকভাবে একমত হয়েছি, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। ভোটকেন্দ্রগুলোর পরিবেশ ও সার্বিক রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল।’ নির্বাচন পরিচালনাকারীরাও ভালোভাবে প্রশিক্ষিত ছিলেন।’ তিনি আরো বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আমরা মূল্যায়ন করতে আসিনি।’ তাঁরা কোনো ধরনের সহিংসতা লক্ষ করেননি বলেও জানান তিনি। আমি অবাক হয়েছি, দোকানপাট বন্ধ কেন! সড়কে কোনো মানুষ দেখা যায়নি। শহর ছিল শান্ত।’ তিনি আরও বলেন, আপনাদের অভিজ্ঞতা এবং আমি ও বাংলাদেশে আমার সহকর্মীরা আজকে যা দেখলাম, এই সফরে আমরা একে অপরের কাছ থেকে যা শিখলাম, এটা একটি পেশাগত সফর ছিল। নির্বাচনী পরিবেশ দেখে আমরা সন্তুষ্ট। আমরা ভালো নির্বাচনী প্রক্রিয়া দেখেছি।’
ফিলিস্তিনি নির্বাচন পর্যবেক্ষকদলের প্রধান হিশাম কুহাইল বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে।
এদিকে, নির্বাচনী পরিবেশ ভালো মনে হলেও ভোটার উপস্থিতি খুবই কম মনে হয়েছে পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শনে থাকা স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে। ঢাকার সিদ্ধেশ্বরীস্থ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মহিলা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে ভোটকেন্দ্রটিতে প্রবেশ করেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. শাহিনকে নিয়ে দুটি বুথ পরিদর্শন করেন। এ সময় বুথে ভোটারের তেমন কোনো উপস্থিতি ছিল না। ভোটকেন্দ্রের সার্বিক ভোটগ্রহণ ব্যবস্থাপনা ও পরিবেশ, ভোটারের সংখ্যা এবং ভোটারদের উপস্থিতি কম থাকার নানা কারণ ব্যাখ্যা করেন প্রিজাইডিং অফিসার। ভোটকেন্দ্রে ভোটিং সিস্টেম ভালো। কিন্তু ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। মনে হচ্ছে সামার চলছে। ভোটকেন্দ্রেও দেখছি সামারের প্রভাব।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক সদস্য জিম বেটস বলেছেন, বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। জিম বেটস বলেন, আমি যেটি দেখেছি, সেটি হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠ হয়েছে। বাংলাদেশে ভোট গ্রহণের সময় পৃথিবীতে সবচেয়ে কম। পৃথিবীর অন্য কোনো দেশে আট ঘণ্টা ভোট হয় না।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক সদস্য জিম বেটস বলেছেন, বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। জিম বেটস বলেন, আমি যেটি দেখেছি, সেটি হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠ হয়েছে। বাংলাদেশে ভোট গ্রহণের সময় পৃথিবীতে সবচেয়ে কম। পৃথিবীর অন্য কোনো দেশে আট ঘণ্টা ভোট হয় না।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে ডেমোক্রেটিক পার্টির টিকেটে নির্বাচিত সাবেক ওই কংগ্রেস সদস্য বলেন, আমি অবশ্যই বলতে চাই, আমার দেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের মতো অনুসন্ধানী ও সৎ নয়। যেটি বাস্তবে হয়, সেটির বিষয়ে তারা রিপোর্ট করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত যুক্তরাষ্ট্রের আরেক পর্যবেক্ষক এবং আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিসের প্রধান নির্বাহী আলেক্সান্ডার গ্রে বলেন, আমি নিজের চোখে যা দেখেছি, সেটি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নির্বাচন দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। ভোটাররা উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে গেছেন। আমরা সন্তুষ্ট যে নির্বাচন অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে পরিচালনা করা হয়েছে।
রাশিয়ার পর্যবেক্ষকরা ভোটারদের সাথে কথা বলেও আশ্বস্ত হয়েছেন, ভোটকেন্দ্রে আসতে কোন ধরনের চাপ বা ভয়-ভীতির মুখে পড়েননি ভোটাররা। রাশিয়ার পর্যবেক্ষকরা বলেছেন, বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকুক তা চায় না অনেক দেশ। তারা সাংবাদিকদের বলেন, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। ভোটের সার্বিক পরিস্থিতিতে তারা সন্তুষ্ট। একই সঙ্গে তারা থাম্বসআপ করেও তাদের প্রতিক্রিয়া জানান।
যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ড এই তিন রাষ্ট্র থেকে আসা তিন সদস্যের এই প্রতিনিধি দল দুপুর দেড়টায় রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকায় প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় ভোটারদের বেশ কয়েকটি দীর্ঘ লাইন দেখে অভিভূত হন তারা। কেন্দ্রটির কয়েকটি ভোট কক্ষ ও ভোট গ্রহণের বুথ ঘুরে দেখেন। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ভোটারদের সাথেও সাবলীলভাবে কথা বলেন তারা। এসময় সাংবাদিকদের তারা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রয়া ব্যক্ত করেন। তারা বলেন, সাত আটটি ভোট কেন্দ্র পরিদর্শন করে এতো ভোটারের উপস্থিতি ও ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ দেখে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা খুবই সন্তুষ্ট এবং ভীষণ আশাবাদী। রাজধানীর বাইরে চল্লিশ থেকে সত্তর শতাংশ ভোটারের উপস্থিতি দেখে বাংলাদেশ সরকারের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন তারা। বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন বলেও জানান যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের এই পর্যবেক্ষক দল।