মেয়র পদে মনোনয়ন কিনেছেন আনোয়ারুজ্জামান

মেয়র পদে মনোনয়ন কিনেছেন আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে ৫ মেয়র প্রার্থী কিনেছেন মনোনয়ন। এর মধ্যে দলীয় প্রার্থী ২ জন এবং স্বতন্ত্র হিসেবে ৩ জন। 

এর মধ্যে সোমবার (৮ মে) মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। 

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। 

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।